গোপনে অনেকের এনআইডি দিয়ে বৈধ হচ্ছে ডজন ডজন মোবাইল
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর পর দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া এ ব্যবস্থায় অনেক গ্রাহক দেখতে পাচ্ছেন, তাদের অজান্তেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একাধিক মোবাইল ফোন নিবন্ধন করা হয়েছে।
ফ্রিল্যান্সার মাসুম বিল্লাহ ভূঁইয়া একটি সংবাদমাধ্যমকে জানান, তার এনআইডি দিয়ে ৫৩টি মোবাইল ফোন নিবন্ধিত রয়েছে, যার অধিকাংশই ২০২৫ সালের ডিসেম্বর মাসে রেজিস্ট্রেশন দেখাচ্ছে। একই অভিজ্ঞতার কথা জানান এক এনজিও কর্মী আঙ্গুরা বেগম, যার এনআইডি দিয়ে ২১টি ফোন নিবন্ধনের তথ্য পাওয়া গেছে।
ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এনআইডি ডেটা লিক ও অসাধু রিটেইলারদের কারণে এ ধরনের অনিয়ম ঘটতে পারে, যা ভবিষ্যতে আইনি ঝুঁকির কারণ হতে পারে।
এ বিষয়ে বিটিআরসির উপ-পরিচালক মো. জাকির হোসেন খাঁন বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত নেটওয়ার্কে ব্যবহৃত সব সেট ডাটাবেজে যুক্ত করা হয়েছে। ধাপে ধাপে অবৈধ সেট শনাক্ত ও আলাদা করা হবে। এনআইডিতে একাধিক সেট দেখা গেলে নির্ধারিত প্রক্রিয়ায় অন্যগুলো ডিএক্টিভেট করার সুযোগ রয়েছে।
এনইআইআর পুরোপুরি কার্যকর হলে অবৈধ মোবাইল নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
সূত্র: daily campus

Comments
Post a Comment